মারাঠি, হিন্দি, তামিল, তেলুগু, মালয়ালম—সব ইন্ডাস্ট্রিতে অভিনয় দিয়ে পরিচিতি পেয়েছেন রাধিকা আপ্তে। অভিনয় করেছেন বাংলা সিনেমাতেও। ইংরেজি ভাষার কনটেন্টেও কাজ করেছেন তিনি। এবার রাধিকা আপ্তের ক্যারিয়ার বইছে ভিন্ন স্রোতে। অভিনেত্রী পরিচয় ছাপিয়ে প্রথমবারের মতো বসতে চলেছেন পরিচালকের চেয়ারে।
বিএফএল লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে বেবি বাম্প নিয়ে ‘সিস্টার মিডনাইট’ সিনেমার প্রিমিয়ারে অংশ নেন রাধিকা আপ্তে। এরপর সেই অনুষ্ঠানের ছবি ইনস্টাগ্রামে প্রকাশ করে মা হতে যাওয়ার ঘোষণা দেন তিনি।
বলিউডের অন্যতম প্রতিভাবান নায়িকাদের অন্যতম রাধিকা আপ্তে। ‘পার্চড’, ‘প্যাডম্যান’, ‘অহল্যা’, ‘বদলাপুর’, ‘আন্ধাধুন’ সিনেমাগুলোতে অভিনয় করে প্রশংসা পেয়েছেন তিনি। হাজির হয়েছেন বাংলা সিনেমাতেও। এ ছাড়া মারাঠি, তামিল, তেলুগু, মালায়ালাম– প্রতিটি ইন্ডাস্ট্রিতে রাধিকা আপ্তের পা পড়েছে। কিন্তু এমন জনপ্রিয় অভিনেত